হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর জুরাইনে যুবককে কুপিয়ে হত্যা 

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে পুলিশ গিয়ে পূর্ব জুরাইনের মিনাবাগ এলাকার ১ নম্বর আদর্শ সড়ক থেকে লাশ উদ্ধার করে। 

নিহত যুবকের নাম মাহবুব হোসেন (২৮)। তিনি যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার কাজিরগাঁওয়ে বাস করতেন। 

তাঁর বাবার নাম হাছেন আলী। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার জালাকান্দি এলাকায়। পাঁচ ভাই, এক বোনের মধ্যে সবার ছোট ছিল মাহবুব। 

মাহবুবের স্ত্রী আঁখি আক্তার বলেন, ‘মাহবুব যাত্রাবাড়ীর কোনাপাড়ার একটি জুতার দোকানে কাজ করত। গতকাল শুক্রবার বিকেলে এক নারী তাকে মোবাইল ফোনে কল দিয়ে আসতে বলে। এরপর সে আর বাসায় ফেরেনি। আমার স্বামীর অনেক শত্রু ছিল।’ 

মাহবুবের বড় বোন নাজমা বলেন, ‘আমার ভাইয়ের বউ অন্তঃসত্ত্বা। এ ছাড়া তার ছয় বছর বয়সের এক ছেলেসন্তান রয়েছে।’ 

এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন