হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর জুরাইনে যুবককে কুপিয়ে হত্যা 

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে পুলিশ গিয়ে পূর্ব জুরাইনের মিনাবাগ এলাকার ১ নম্বর আদর্শ সড়ক থেকে লাশ উদ্ধার করে। 

নিহত যুবকের নাম মাহবুব হোসেন (২৮)। তিনি যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার কাজিরগাঁওয়ে বাস করতেন। 

তাঁর বাবার নাম হাছেন আলী। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার জালাকান্দি এলাকায়। পাঁচ ভাই, এক বোনের মধ্যে সবার ছোট ছিল মাহবুব। 

মাহবুবের স্ত্রী আঁখি আক্তার বলেন, ‘মাহবুব যাত্রাবাড়ীর কোনাপাড়ার একটি জুতার দোকানে কাজ করত। গতকাল শুক্রবার বিকেলে এক নারী তাকে মোবাইল ফোনে কল দিয়ে আসতে বলে। এরপর সে আর বাসায় ফেরেনি। আমার স্বামীর অনেক শত্রু ছিল।’ 

মাহবুবের বড় বোন নাজমা বলেন, ‘আমার ভাইয়ের বউ অন্তঃসত্ত্বা। এ ছাড়া তার ছয় বছর বয়সের এক ছেলেসন্তান রয়েছে।’ 

এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই