হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের পর এমপির অফিসসহায়কের লাশ মিলল মাছের খামারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দিন নিখোঁজ থাকার পর একটি মাছের খামার থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে রূপনগর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর বেড়িবাঁধের পাশের ওই মাছের খামার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম শাকিল আহমেদ (২৫)। তিনি ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অফিসসহায়ক হিসেবে কাজ করতেন। 

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি তাঁর বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে সেখানে সাঁতারে নেমেছিলেন। তাঁর অন্য বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা বলেন, ‘আমরা একসঙ্গে সাঁতারে নেমেছিলাম। সাঁতার থেকে উঠে আসার পর ওকে আর আমরা খুঁজে পাইনি।’ 

তবে ঘটনাটি আঘাত, মাদক ও ডুবে মরা—এই তিন দিক থেকেই বোঝার চেষ্টা করছি উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘ময়নাতদন্তের জন্য শাকিলের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’ 

রূপনগর থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শাকিল পরিবার নিয়ে মিরপুর ১২ নম্বরের মোল্লার বস্তিতে থাকতেন। সেই সঙ্গে সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অফিসে সহায়কের কাজ করতেন। গত ৯ অক্টোবর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার