বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্ষণ মামলার আসামি রনি হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার র্যাব-১-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) এএসপি মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসপি পারভেজ রানা জানান, গ্রেপ্তার ওই আসামি জয়পুরহাট সদর উপজেলার নুরুল ইসলাম মন্ডলের ছেলে।
এএসপি পারভেজ রানা আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিদেশে পালানোর চেষ্টাকালে ধর্ষণ মামলার আসামি রনি হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রনির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় গত বছরের ১৪ ডিসেম্বর ধর্ষণ মামলাটি দায়ের হয়।
গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে পাসপোর্ট, টিকিট, মোবাইল ফোন ও ৮৯০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এএসপি পারভেজ রানা।