হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমায় দায়িত্ব পালনে গিয়ে বাসের ধাক্কায় এএসআই নিহত, এসআই আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় হাসানুজ্জামান (৩২) নামে মোটরসাইকেল আরোহী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আমির হামজা (৩৩) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে এএসআই হাসানের মৃত্যু হয়। নিহত হাসান মানিকগঞ্জের কোর্টে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে মানিকগঞ্জের কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামান দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো-ল-৬১-৪৩৬) ইজতেমা ময়দানে যাচ্ছিলেন। ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছালে গাজীপুর থেকে আসা ঢাকাগামী বলাকা পরিবহন তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাতে দুজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানেই হাসানের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাসের ধাক্কায় পুলিশের এএসআই হাসান মারা গেছেন। এ ঘটনায় এসআই আমির হামজা আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু