হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র পরিচয়ে কিছু মানুষ মিছিল দিয়ে বাড়িটিতে ঢুকে তল্লাশি চালায়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাড়িটির নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আজ বুধবার বেলা পৌনে ১টায় আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

তিনি বলেন, গতকাল মধ্যরাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ‘তল্লাশি’র নামে হামলা ও লুটপাট করার দায়ে থানায় অভিযোগ করা হয়েছে। ওই বাসার নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান বুধবার এই অভিযোগ করেন।

মোখলেসুর রহমান আরও বলেন, মামলার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।

তিনি বলেন, ‘এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি। ২০—২৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে শুনেছি। বাড়িতে টাকা ও অস্ত্র আছে অভিযোগ তুলে কিছু মানুষ মিছিল দিয়ে ঢুকে পড়ে। পরে সেখানে ‘তল্লাশি’র নামে বাসার বিভিন্ন কক্ষ তছনছ করা হয়। তবে সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।’

গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব