হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগে স্বর্ণ ব্যবসায়ীর পায়ে গুলি করে ৭০ ভরি সোনা ছিনতাই

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় সজল রাজবংশী নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে অন্য আরেকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই ঢাকা মহানগর পুলিশের কামরাঙ্গীরচর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বলছেন, আগে থেকে ওত পেতে থাকা পাঁচটি মোটরসাইকেলে সাত-আটজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে টাকা ও সোনার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী সজল রাজবংশী কামরাঙ্গীরচরের ‘ইতি জুয়েলার্সের’ মালিক। তিনি হাজারীবাগ সেকশন জেলেপাড়া এলাকায় থাকেন। তাঁর বাবার নাম খোকন রাজবংশী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার বলছে, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচরের ইলহাম প্লাজার জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও চার লাখ টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে করে হাজারীবাগের বাসায় ফিরছিলেন সজল। বেড়িবাঁধ সেকশন এলাকায় এসে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরা অন্তত সাত–আটজন তাঁর পথরোধ করে। এরপর একজন ফাঁকা গুলি ছুড়তে থাকে। তাদের মধ্যে হেলমেট পরা একজন এসে সোনার ব্যাগ জোর করে নিতে চাইলে সজলের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে কাছ থেকে সজলের বাঁ পায়ে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘটনার অন্তত ঘণ্টাখানেক আগে থেকেই বেড়িবাঁধ ট্রাফিক বক্স এলাকায় তিনটি মোটরসাইকেলে তিনজন অপেক্ষা করছিল। স্বর্ণ ব্যবসায়ীর মোটরসাইকেল সেখানে যাওয়ার পর তিনটি মোটরসাইকেল সামনে গিয়ে গতিরোধ করে। আরও দুটি মোটরসাইকেলে চারজন পেছন থেকে গিয়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয়।

সজলের ছোট ভাই জয় রাজবংশী আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেছেন। দুর্বৃত্তরা হেলমেট পরা থাকায় কাউকে চিনতে পারেননি তাঁর ভাই। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে। আর গুলিবিদ্ধ সজলকে ঢাকা মেডিকেলে পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি