বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুবীর চন্দ্র দাস হত্যায় তার দুই সহপাঠীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে দুজনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।
ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিষ্পত্তি করে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই রায় দেন।
২০১৩ সালে ২১ জানুয়ারি সন্ধ্যায় খুন হয় সুবীর। ওই ঘটনায় সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন সুবীরের বাবা গৌরাঙ্গ চন্দ্র দাস। ওই মামলায় ২০১৬ সালের ২৪ অক্টোবর রায় দেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে আসামি ফরহাদ হোসেন সিজু ও মো. হাসানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় শফিক আহমেদ রবিন ও কামরুল হাসান শাওনকে।
পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। আর যাবজ্জীবন দণ্ডিত দুই আসামি আপিল করেন। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্তরা এখনো পলাতক।