হোম > সারা দেশ > গাজীপুর

উত্ত্যক্তের প্রতিবাদে আইনের আশ্রয় নেওয়ায় মা–মেয়ের ওপর হামলা

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার বিচার চাইতে থানায় লিখিত অভিযোগ করায় মা-মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে ওই ঘটনা ঘটে। আহত মা-মেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে মো. মণির হোসেন (৩২)। 

ভুক্তভোগী ওই ছাত্রীর মা জানান, তাঁর মেয়ে শ্রীপুর স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে মণির বিভিন্ন সময় তাকে অশ্লীল কথাবার্তা বলে কুপ্রস্তাব দেয়। এ বিষয়ে ওই ছাত্রীর মা শ্রীপুর থানায় অভিযোগ করেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানা উপপরিদর্শক মণির হোসেন গত রোববার ৩ এপ্রিল ঘটনার তদন্তে সরেজমিনে যান। এর পর থেকে মণির ক্ষিপ্ত হয়ে উঠে। এর জেরে সোমবার বেলা পৌনে ২টার দিকে হামলা চালিয়ে মা মেয়েকে মারধর করে আহত করে। এরপর স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মণির তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন তাঁকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা নিজেরাই তাঁদের শরীরে আঘাত করে আমাকে ফাঁসাতে চায়।

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, এ বিষয়টি ওই ছাত্রীর পরিবার জানিয়েছেন। এরপর আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইনের আশ্রয় নেওয়ার পর আবার হামলার ঘটনা ঘটেছে। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মরিয়ম বলেন, মা মেয়েকে মারধর করে রক্তাক্ত গুরুতর জখম করেছে। তাদের চিকিৎসা চলছে। 

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইগত পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ