হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হাসিনা-রেহানাসহ ১১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) নামের যুবককে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে তিনি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতপরিচয় আসামির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি ২২ অক্টোবর মঙ্গলবার করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মুখ্য সচিব মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, নাসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল প্রমুখ।

মামলার আরজিতে বলা হয়, গত ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের পূর্ব পাশের মদিনা কোল্ডস্টোরেজের সামনে মহাসড়কে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আসামিরা এলোপাতাড়ি গুলি করে। এ সময় দৌড়ে পালানোর সময় শাহআলম মানিক মাস্টার (৪৮), আশরাফ, বরিশাইল্যা মজিবর, মো. মহসিন (৩৫) ও ভাগিনা মামুনের (৪০) উপর্যুপরি গুলিতে তিনি গুরুতর জখম হন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তাঁর হাতটি কেটে ফেলতে হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক