হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হাসিনা-রেহানাসহ ১১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) নামের যুবককে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে তিনি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতপরিচয় আসামির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি ২২ অক্টোবর মঙ্গলবার করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মুখ্য সচিব মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, নাসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল প্রমুখ।

মামলার আরজিতে বলা হয়, গত ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের পূর্ব পাশের মদিনা কোল্ডস্টোরেজের সামনে মহাসড়কে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আসামিরা এলোপাতাড়ি গুলি করে। এ সময় দৌড়ে পালানোর সময় শাহআলম মানিক মাস্টার (৪৮), আশরাফ, বরিশাইল্যা মজিবর, মো. মহসিন (৩৫) ও ভাগিনা মামুনের (৪০) উপর্যুপরি গুলিতে তিনি গুরুতর জখম হন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তাঁর হাতটি কেটে ফেলতে হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির