হোম > সারা দেশ > ঢাকা

নদীবন্দরের জমিতে পশুর হাট, ডিএনসিসিকে বিআইডব্লিউটিএর চিঠি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের কামারপাড়া পশুর হাটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ–এর টঙ্গী নদীবন্দর কর্তৃপক্ষ। 

টঙ্গী নদীবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম বুধবার (১২ জুন) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত রোববার (৯ জুন) আজকের পত্রিকায় ‘দিয়াবাড়িতে পাশাপাশি দুই হাটের কার্যক্রম, সংঘর্ষের আশঙ্কা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর তুরাগ নদী সংলগ্ন কামারপাড়া গরুর হাটে সোমবার (১০ জুন) রাতে অভিযান চালায় টঙ্গী নদীবন্দর কর্তৃপক্ষ। 

সিটি করপোরেশনকে চিঠি দেওয়ার বিষয়ে টঙ্গী নদীবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিতে আমরা বলেছি, পশুর হাটটি টঙ্গীর নদী বন্দরের এলাকায়। বন্দরের এলাকায় সিটি করপোরেশন ইজারা দিতে পারে না। পাশাপাশি ঢাকা প্রান্তে ইজতেমা মাঠের একটি মজলিশ। গরু–ছাগলের মল–মূত্র মাঠের পবিত্রতা নষ্ট করবে। ফলে সিটি করপোরেশন যেন কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য আমরা বলেছি।’ 

তিনি বলেন, ‘আমিই এই চিঠিটি দিয়েছি এবং রিসিভ কপিও নিয়েছি। চিঠিটি সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে জানতে সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল ও এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। 

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মীর খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিটি টঙ্গী নদী বন্দর কর্তৃপক্ষ দিয়ে থাকলেও এখনো আমাদের হাতে পৌঁছায়নি। পৌঁছালে আমরা বিস্তারিত বলতে পারব।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট