হোম > সারা দেশ > ঢাকা

‘তথ্য আপাদের’ দাবি মানতে সরকারের প্রতি আহ্বান এনসিপি নেত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: আজকের পত্রিকা

‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের পাশে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ সোমবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিলে বিকেলে সামান্তা শারমিন তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের দাবি যৌক্তিক। ঈদের দিনেও তাঁরা অবস্থান নিয়েছেন এখানে। সরকারের পক্ষ থেকে তাঁদের খোঁজখবর রাখেনি, যা অমানবিক বলে মনে করি। সরকার চাইলে তাঁদের প্রতি সহানুভূতি দেখাতে পারত।’ তাঁদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

তথ্য আপাদের চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রকল্পে কর্মরত সব জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর, যেহেতু রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সময়ের প্রয়োজন, তাই প্রয়োজনীয় সময় ৩-৫ বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর সম্ভব না হলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের শূন্যপদের ভিত্তিতে সমগ্রেডে আত্তীকরণ এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।

ঝালকাঠি থেকে আসা তথ্যসেবা কর্মকর্তা সঙ্গিতা সরকার বলেন, ‘আমরা দাবি তুললেই বলে গত সরকারের লোক। আমরা যোগ্যতা দিয়ে এখানে চাকরি করেছি। আমাদের একজন রাষ্ট্রের কর্মচারী হিসেবে না দেখে ভিন্ন চোখে দেখা ঠিক না।’

রুমানা ইয়াসমিন রুমো বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য আমরা মাঠপর্যায়ে কাজ করেছি। যে বৈষম্য বিলুপ্ত করার জন্য আন্দোলন করেছে, আজ সেই বৈষম্যের শিকার আমরা। আমরা তো কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি না, আমরা সরকারের হয়ে কাজ করি।’

ফেনী থেকে আসা তথ্যসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি নিয়ে আন্দোলন করে আসছি। সরকার আমাদের সঙ্গে কোনো কথা বলতে চায়নি। ঈদের দিন ও বৃষ্টির সময়ও আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি।’

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিল শাহানারা, বগুড়া থেকে তথ্যসেবা সহকারী সোনিয়া সামাদ, অভয়নগর থেকে সাবিয়া তারিন, পিরোজপুর থেকে সুমাইয়া আফরিন, গোপালগঞ্জ থেকে স্বর্ণলী সিনহা, নুসরাত বর্ষা, যশোর থেকে আফসানা আফিয়া, নেত্রকোনা থেকে আসা উম্মুল অরা উর্মি প্রমুখ।

প্রসঙ্গত, ২৮ মে থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত