নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম এবাদুল্লাহ। তিনি রূপগঞ্জ উপজেলার টাওরা এলাকার বাসিন্দা। বাদী পক্ষের আইনজীবী জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন আসামি।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি সালাহ উদ্দিন সুইট বলেন, ‘২০০০ সালের ২ ফেব্রুয়ারি এবাদুল্লাহের সঙ্গে একই এলাকার বাসিন্দা লিপি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর এবাদুল্লাহ পারিবারিক কলহের জের ধরে প্রায়ই মারধর করতেন স্ত্রীকে। বিয়ের বছরের ৫ জুলাই লিপি আক্তারকে হত্যা করে পালিয়ে যায় তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২৩ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালত।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, রূপগঞ্জে থানার একটি মামলায় একমাত্র আসামি এবাদুল্লাহকে ফাঁসির আদালত দিয়েছেন আদালত। মামলার আসামি পলাতক রয়েছেন।