হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার ২৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামির নাম এবাদুল্লাহ। তিনি রূপগঞ্জ উপজেলার টাওরা এলাকার বাসিন্দা। বাদী পক্ষের আইনজীবী জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন আসামি। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি সালাহ উদ্দিন সুইট বলেন, ‘২০০০ সালের ২ ফেব্রুয়ারি এবাদুল্লাহের সঙ্গে একই এলাকার বাসিন্দা লিপি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর এবাদুল্লাহ পারিবারিক কলহের জের ধরে প্রায়ই মারধর করতেন স্ত্রীকে। বিয়ের বছরের ৫ জুলাই লিপি আক্তারকে হত্যা করে পালিয়ে যায় তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২৩ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালত। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, রূপগঞ্জে থানার একটি মামলায় একমাত্র আসামি এবাদুল্লাহকে ফাঁসির আদালত দিয়েছেন আদালত। মামলার আসামি পলাতক রয়েছেন।

শহীদ জিয়ার কবরের পূর্বপাশেই খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন