হোম > সারা দেশ > ঢাকা

ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আটাবের পর্যটন মেলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন খাত এগিয়ে নিতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা। আগামী ১ থেকে ৩ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড টুরিজম এক্সপো (বিআইটিটিই)। 

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান আটাবের নেতারা। 

আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব) জানান, বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন খাত এগিয়ে নিতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ ৪৫ বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আটাব বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো (বিআইটিটিই) নামক পর্যটন মেলার আয়োজন করতে যাচ্ছে। 

এ সময় মঞ্জুর মোর্শেদ পর্যটনসেবাগুলো দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আন্তর্জাতিক মানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রদর্শনীর পরিকল্পনার কথা উপস্থাপন করেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মোহাম্মাদ সাইফুল হাসান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার, ট্রিডাবের চেয়ারম্যান সৈয়দ হাবিব আলী, আটাবের মহাসচিব আবদুস সালাম আরেফ, সহসভাপতি আফসিয়া জান্নাত সালেহ, অর্থসচিব আব্দুর রাজ্জাক, পাবলিক রিলেশন সেক্রেটারি আতিকুর রহমান, কালচারাল সেক্রেটারি তোয়াহা চৌধুরী প্রমুখ। 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার