হোম > সারা দেশ > মাদারীপুর

আড়িয়াল খাঁ নদে ড্রেজারে বাল্কহেডের ধাক্কা, ৩ শ্রমিকের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদে একটি ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহারিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা (২২), রংপুরের কাউনিয়া এলাকার মো. ফজলু মিয়ার ছেলে একরামুল (২১) এবং ভোলা জেলার দুবলারহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৪৫)। নিহতেরা বাল্কহেড থেকে ড্রেজার দ্বারা বালু আনলোড কাজের শ্রমিক ছিলেন। 

স্থানীয়রা জানান, আড়িয়াল খাঁ নদের খননকাজের বালু বাল্কহেড থেকে নদের পাড়ে আনলোড করার কাজে ব্যবহৃত হতো নারায়ণগঞ্জের মেঘনা এলাকার সিরাজুল ইসলামের মালিকানাধীন ড্রেজারটি। আজ বেলা ২টার দিকে বালুবোঝাই একটি বাল্কহেড নদের পাড়ে নোঙর করে রাখা ড্রেজারটিতে ধাক্কা দিলে এটি ডুবে যায়। এ সময় ড্রেজারটিতে পাঁচজন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে নিহত তিনজন ড্রেজারের কেবিন রুমে ঘুমিয়ে ছিলেন। 

স্থানীয় বাসিন্দা মো. শহিদ বলেন, ‘অনেক দিন ধরেই আড়িয়াল খাঁ নদ খননের কাজ চলছে। নদের বিভিন্ন স্থান থেকে খনন করা বালু বাল্কহেডে করে নদের পাড়ে এনে ছোট ড্রেজার দিয়ে আনলোড করে। আজ বাল্কহেডের ধাক্কায় ড্রেজারটি নদীর পাড়েই ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ড্রেজারের কেবিন থেকে তিনজনকে মৃত অবস্থায় বের করেন অন্য শ্রমিক ও স্থানীয়রা।’ 

উপজেলার কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ড্রেজারটিতে তিন শ্রমিক আটকা পড়েছিলেন। স্থানীয় ডুবুরিদের মাধ্যমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট