হোম > সারা দেশ > ঢাকা

গারো সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গারো সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘সিটির মেয়র হিসেবে আপনাদের জানাতে চাই, ঢাকা শহরে আপনাদের সার্বিক নিরাপত্তার যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে সিটি করপোরেশনের দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে। সিটি করপোরেশন আপনাদের পাশে ২৪ ঘণ্টা থাকবে।’ 

আজ শনিবার বিকেলে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের মাঠে গারো সম্প্রদায়ের উৎসব ‘ঢাকা ওয়ানগালা ২০২৩’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ডিএনসিসি মেয়র বলেন, সিটি করপোরেশনের যে সকল হলগুলো আছে, সেখানে ওয়ানগালার অনুষ্ঠান করতে কোনো ধরনের পয়সা দেওয়া লাগবে না। আপনারা প্রোগ্রাম করবেন সেখানে এসি ভাড়া দিতে হবে না, হল ভাড়া দিতে হবে না, সম্পূর্ণ বিনা মূল্যে। 

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে দিয়েছেন আমাদের ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। তাইতো আজকে এই সুন্দর পরিবেশে গারোরা ওয়ানগালা প্রোগ্রাম করছেন। যেখানে মাঠের একপাশে ওয়ানগালা অন্যপাশে পূজার উৎসব চলছে। 

গারো সম্প্রদায়ের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘করোনার সময় আপনারা ওয়ানগালারা সবাই দেখেছেন আমি প্রত্যেকের পাশে ছিলাম। আমাদের জাকির হোসেন বাবুল বলেছে কোন কোন জায়গায় আমাদের কী কী সমস্যা।’ 

এ সময় মেয়র আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে নিয়ে একটি সংগীত পরিবেশন করেন। দীপঙ্কর রিচিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ডিএনসিসির ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাকির হোসেন প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু