হোম > সারা দেশ > নরসিংদী

মামাকে হত্যার দেড় মাস পর মামাতো ভাইদের হাতে যুবক খুন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগার সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হানিফ মিয়া (৩৫)। তিনি পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদেরের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

নিহতের মা সায়েরা বেগম ও তাঁর স্বজনরা জানান, আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে হানিফ কাউরিয়াপাড়ার ঈদগাঁর সামনে হেঁটে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তাঁর মামাতো ভাই নাঈম ও নাদিম প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে কোপানোর পর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। দেড় মাস আগে হানিফ তাঁর মামা মো. হাবিব উল্লাহকে পারিবারিক কলহের জেরে রড দিয়ে আঘাত করে হত্যা করে। বাবা হত্যার প্রতিশোধ নিতে হানিফকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, নিহতের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা আছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট