হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে টিন ও কাপড়ে মোড়ানো অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামে ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারের পূর্ব পাশে একটি উডলট বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানার পুলিশ। 

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় বাগানের ভেতর থেকে দুর্গন্ধ এলে কাছে গিয়ে ঢেউটিন ও কাপড়ে মোড়ানো অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পাই। এরপর আশপাশের লোকজনকে ডাকাডাকি করে বিষয়টি জানালে অনেক লোক জড়ো হয়ে পুলিশে খবর দেয়।’ 

শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি কাপড়ে মোড়ানো মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে হত্যা করে মরদেহ এখানে ফেলে যায়। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১