ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের চলমান সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাত শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ঘুরে এ তথ্য জানা যায়।
সরেজমিন জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৮ ব্যাচের সিয়াম, দর্শন বিভাগের একই ব্যাচের পারভেজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৬ ও ১৭ ব্যাচের ইভান এবং বাপ্পি, আইন বিভাগের মারুফ, সুমন ও নাইম আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
আহত হওয়া কোটা সংস্কার আন্দোলনে জবিতে নেতৃত্ব দেওয়া ইভান তাওসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জগন্নাথের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ছাত্রলীগের হামলায় আহত হয়েছি। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে আসা মেয়েদের খোঁজ এখনো পাচ্ছি না।’
মেয়ে শিক্ষার্থীদের বিষয়ে জগন্নাথের ছাত্রী হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকার বলেন, ‘এখনো মেয়েদের অনুপস্থিতি কোনো খবর পাইনি। আমরা খোঁজ নিয়ে দেখছি, কেউ মিসিং আছে কি না।’