হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কুকুরের কামড়ে ক্ষত-বিক্ষত শিশুর মুখমন্ডল

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরায় বেওয়ারিশ কুকুরের কামড়ে মাহিনুর আক্তার (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। 

আজ রোববার দুপুরের দিকে ডেমরা বক্সনগর আলফালা স্কুলের পাশে তাদের বাসার গেটের সামনে এ  ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

মাহিনুরের বাবা মতিউর রহমান জানান, ডেমরা বক্সনগর আল ফালাহ স্কুলের বিপরীত পাশে একটি বাসায় তারা থাকেন। দুপুরের দিকে বাসার গেটের সামনে মাহিনুর দাঁড়িয়ে ছিল। হঠাৎ এলাকার চারটি বেওয়ারিশ কুকুর তার ওপরে হামলা করে। একটি কুকুর শিশুটির মাথায় কামড় দিয়ে ধরে রাখে বাকি তিনটি কুকুর সারা মুখে কামড়াতে থাকে। 

শিশুটির চিৎকারে আশেপাশের লোক তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে এবং বাঁশ দিয়ে পিটিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

শিশুটির মুখমন্ডলে কুকুরের আচর ও কামরানোর কারণে মাংসগুলো থেতলে গেছে। সারা মুখেই অনেক বড় বড় ক্ষত আছে। এ ছাড়া মাথায় কামড়ের চিহ্ন আছে। পাশাপাশি ডান চোখের পাতায় কামড়ের দাগ রয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘ঘটনাটি বড়ই মর্মান্তিক। চারটি কুকুর একসাথে কামড়িয়ে শিশুটির মুখমণ্ডল রক্তাক্ত করে ফেলেছে। জরুরি বিভাগে শিশুটির চিকিৎসা চলছে।’

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি