হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কুকুরের কামড়ে ক্ষত-বিক্ষত শিশুর মুখমন্ডল

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরায় বেওয়ারিশ কুকুরের কামড়ে মাহিনুর আক্তার (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। 

আজ রোববার দুপুরের দিকে ডেমরা বক্সনগর আলফালা স্কুলের পাশে তাদের বাসার গেটের সামনে এ  ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

মাহিনুরের বাবা মতিউর রহমান জানান, ডেমরা বক্সনগর আল ফালাহ স্কুলের বিপরীত পাশে একটি বাসায় তারা থাকেন। দুপুরের দিকে বাসার গেটের সামনে মাহিনুর দাঁড়িয়ে ছিল। হঠাৎ এলাকার চারটি বেওয়ারিশ কুকুর তার ওপরে হামলা করে। একটি কুকুর শিশুটির মাথায় কামড় দিয়ে ধরে রাখে বাকি তিনটি কুকুর সারা মুখে কামড়াতে থাকে। 

শিশুটির চিৎকারে আশেপাশের লোক তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে এবং বাঁশ দিয়ে পিটিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

শিশুটির মুখমন্ডলে কুকুরের আচর ও কামরানোর কারণে মাংসগুলো থেতলে গেছে। সারা মুখেই অনেক বড় বড় ক্ষত আছে। এ ছাড়া মাথায় কামড়ের চিহ্ন আছে। পাশাপাশি ডান চোখের পাতায় কামড়ের দাগ রয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘ঘটনাটি বড়ই মর্মান্তিক। চারটি কুকুর একসাথে কামড়িয়ে শিশুটির মুখমণ্ডল রক্তাক্ত করে ফেলেছে। জরুরি বিভাগে শিশুটির চিকিৎসা চলছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট