হোম > সারা দেশ > ঢাকা

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করছে জবি

  জবি প্রতিনিধি

ক্লাস মনিটরিং সফটওয়্যার চালুর বিষয়ে আয়োজিত কর্মশালায় জবি ভিসি অধ্যাপক মো. রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ সোমবার ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের কনফারেন্স রুমে এই বিষয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এই কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতার মাধ্যমে আমরা এর পূর্ণ সফলতা পাব।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আগামী মাসেই এই সফটওয়্যারটির বাস্তবায়ন শুরু হবে। এতে শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।’

ওরিয়েন্টেশন কর্মশালার বিভিন্ন সেশনে সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং অন্যান্য কারিগরি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফটওয়্যারটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান। বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) তাদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ বিষয়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, জবি আইসিটি সেলের তত্ত্বাবধানে এই সফটওয়্যারটি পরিচালিত হবে এবং বিভাগীয় চেয়ারম্যানরা সংশ্লিষ্ট বিভাগের ক্লাস প্রতিনিধিদের সহায়তা করবেন।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে