হোম > সারা দেশ > ঢাকা

ইউপি সদস্য হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে ঘটনার ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকা থেকে র‍্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। 

আজ বুধবার সকালে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সন্মেলনে গণমাধ্যমকে বিষয়টি জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ২০০৬ সালে রোহিতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনকে (৫০) কেরানীগঞ্জের সৈয়দপুর ঘাটে কতিপয় সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করেন এবং ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আনোয়ার মৃত্যুবরণ করেন। 

এ হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে উঠে আসে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব প্রদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।

গ্রেপ্তারের পরে সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল উদ্দীন হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ