হোম > সারা দেশ > ঢাকা

ইউপি সদস্য হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে ঘটনার ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকা থেকে র‍্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। 

আজ বুধবার সকালে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সন্মেলনে গণমাধ্যমকে বিষয়টি জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ২০০৬ সালে রোহিতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনকে (৫০) কেরানীগঞ্জের সৈয়দপুর ঘাটে কতিপয় সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করেন এবং ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আনোয়ার মৃত্যুবরণ করেন। 

এ হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে উঠে আসে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব প্রদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।

গ্রেপ্তারের পরে সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল উদ্দীন হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির