হোম > সারা দেশ > ঢাকা

ইউপি সদস্য হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে ঘটনার ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকা থেকে র‍্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। 

আজ বুধবার সকালে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সন্মেলনে গণমাধ্যমকে বিষয়টি জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ২০০৬ সালে রোহিতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনকে (৫০) কেরানীগঞ্জের সৈয়দপুর ঘাটে কতিপয় সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করেন এবং ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আনোয়ার মৃত্যুবরণ করেন। 

এ হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে উঠে আসে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব প্রদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।

গ্রেপ্তারের পরে সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল উদ্দীন হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ