হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে চুরি হওয়া ট্রলারে যুবকের লাশ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চুরি হওয়া ট্রলার থেকে যুবকের (৪৫) লাশসহ মুমূর্ষু অবস্থায় এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার ফেগুনসার খেয়াঘাট থেকে তাদের উদ্ধার করে পুলিশ। লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি এবং শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। 

আশঙ্কাজনক অবস্থায় কিশোর হুমায়ুনকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি এলাকার তাজুল আলীর ছেলে। 

হুমায়ুনের মা মরিয়ম বলেন, হুমায়ুন তাঁর আগের ঘরের সন্তান। সে পেশায় রাজমিস্ত্রির সহকারী। সে কী করে এই ট্রলারে আসল বলতে পারেন না তিনি। 

পুলিশ জানায়, গত বুধবার লৌহজং উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের ফকির বাড়ির ঘাট থেকে আনিস মাতবরের একটি ট্রলার চুরি হয়। পরে আজ শুক্রবার স্থানীয় লোকজনের কাছ থেকে এ ঘটনার খবর জানতে পেরে আনিস মাতবরের ছেলেরা চুরি হওয়া ট্রলারটি শনাক্ত করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য থানায় নিয়ে আসা হয়। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মিলন ও আব্দুল জয় নামে দুজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে