হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে চুরির অপবাদে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪ 

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আফসার উদ্দিন বাগমারের ছেলে কাউসার আহাম্মদ বাগমার (৪৫), আবদুল আজিজের ছেলে ফজলুল হক (৬০), সিরাজ উদ্দিন খানের ছেলে ইজ্জত আলী খান (৫৫) ও বরকত খানের ছেলে জিয়াউর রহমান খান (৪২)। তাঁরা সবাই উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের দমদমা গ্রামের স্থানীয় বাসিন্দা। তাঁদের মধ্যে কাউসার বাগমার প্রহল্লাদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

নির্যাতনে শিকার যুবকের নাম আরিফুল ইসলাম খান (২৫)। তিনি ওই গ্রামের উসমান আলী খানের ছেলে। আরিফ পেশায় একজন দিনমজুর।

নির্যাতনে শিকার আরিফের বড় ভাই আশরাফুল আলম খান বলেন, ‘আমার ভাইকে অমানবিক নির্যাতনের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছি।’ 

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফ নামে এক যুবককে পাশবিক নির্যাতনের ঘটনায় শুক্রবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের দমদমা গ্রামে এক যুবককে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে নির্যাতন চালানো হয়। প্রহল্লাদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার বাগমারের নেতৃত্বে এ নির্যাতনের ঘটনা ঘটেছিল বলে নির্যাতনের শিকার যুবকের স্বজনেরা জানিয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ