সানিউর টিআইএম নবী ও তাঁর তিন বছরের ছেলেকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার টিআইএম নবীর বাবা টিম নবী আদালতে হাজির হলে তাঁকে এই নির্দেশ দেওয়া হয়।
একইসঙ্গে ফেসবুকে উচ্চ আদালত নিয়ে অবমাননাকর মন্তব্য করার ঘটনায় টিম নবীর ব্যাখ্যা দিতে একই দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ২৩ নভেম্বর শিশুর দাদা টিম নবীকে তলব করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে টিম নবী যেন দেশত্যাগ না করতে পারে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। এ ছাড়া আদালতের আদেশ অমান্য করে শিশুকে নিয়ে দেশত্যাগ করায় বাবা সানিউর টিআইএম নবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। সেই সঙ্গে সাময়িক স্থগিত করা হয় তাঁর পাসপোর্টের কার্যকারিতা।
২১ নভেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার জানান, গত ১৬ নভেম্বর বিকেলে ওই শিশুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আর পুলিশ জানিয়েছে, ওইদিন সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শিশুকে নিয়ে বাবা অস্ট্রেলিয়া চলে যান।
২০১৭ সালে হায়দরাবাদের সাদিকা শেখ নামে এক নারীকে বিয়ে করেন বারিধারার টিআইএম নবী। বিয়ের পর তাঁরা মালয়েশিয়া বসবাস শুরু করেন। কয়েক মাস পর ঢাকায় ফিরে আসেন। এরই মধ্যে ওই দম্পতির এক ছেলের জন্ম দেন। করোনাকালে তাঁদের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। বিষয়টি মেয়েটির স্বজনেরা জানতে পেরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করেন। সমাধান না হওয়ায় সাদিকার বোন মানবাধিকার সংগঠনের কাছে আইনি সহায়তা চান। এর মধ্যে সাদিকাকে ডিভোর্স দেন নবী। পরে একটি মানবাধিকার সংগঠন বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করে।