হোম > সারা দেশ > ঢাকা

সাভারে তরুণকে কুপিয়ে হত্যা 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে সাভার পৌরসভার আড়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম আকাশ (২২)। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বাসচালকের সহকারী।

তবে আহতদের ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের দাবি, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারি করেছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘আকাশ নামের একজনকে মৃত অবস্থায় সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হয়েছে। পুলিশ এসেছে। এর বেশি কিছু বলতে পারছি না।’

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম বলেন, ‘শুনেছি গতকাল রাতে কোনো এক অনুষ্ঠানে নাচ, গান করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। আবার কেউ কেউ বলছে মোবাইল চুরি বা ছিনতাই নিয়ে ঘটনা। তবে এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আকাশের লাশ উদ্ধারের জন্য হাসপাতালে এসেছি। আহতদের ব্যাপারে এখনো কোনো তথ্য পাইনি। আইনানুগ প্রক্রিয়া চলছে।’

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন