হোম > সারা দেশ > ঢাকা

সাভারে তরুণকে কুপিয়ে হত্যা 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে সাভার পৌরসভার আড়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম আকাশ (২২)। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বাসচালকের সহকারী।

তবে আহতদের ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের দাবি, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারি করেছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘আকাশ নামের একজনকে মৃত অবস্থায় সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হয়েছে। পুলিশ এসেছে। এর বেশি কিছু বলতে পারছি না।’

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম বলেন, ‘শুনেছি গতকাল রাতে কোনো এক অনুষ্ঠানে নাচ, গান করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। আবার কেউ কেউ বলছে মোবাইল চুরি বা ছিনতাই নিয়ে ঘটনা। তবে এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আকাশের লাশ উদ্ধারের জন্য হাসপাতালে এসেছি। আহতদের ব্যাপারে এখনো কোনো তথ্য পাইনি। আইনানুগ প্রক্রিয়া চলছে।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার