হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বিরোধের জেরে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সানা মাঝি (৪০)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকাহাটি এলাকার প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাকাহাটি তালগাছতলা এলাকায় ‘ডাকাত ডাকাত’ বলে সানা মাঝিকে প্রতিপক্ষ বাবু মাঝির লোকজন পেটাতে থাকে। একপর্যায়ে সানা মাঝি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

সানা মাঝির ছোট ভাই আসাদ মাঝি বলেন, ‘আমার ভাই খুব গরিব মানুষ ছিলেন। বাড়িতে থাকার জায়গা না হওয়ায় তিনি দেড় বছর ধরে পাশের ডেকরাপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার স্বাধীন নামে বাবুদের এক আত্মীয় কাজের কথা বলে সানা মাঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে জানতে পারি সানাকে বাবু মাঝির বাড়িতে আটকে বাবু মাঝি, আলামিন, কাউসার, হীরণ, মুন্নাসহ অনেকেই নির্যাতন করে হত্যা করেন।’

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমার ৮ বছর ও ৪ বছর বয়সী দুটি মেয়ে এবং ৮ মাসের একটি ছেলে আছে। আমার স্বামীর প্রতি ওদের এত আক্রোশ জানলে আমি আমার স্বামীকে ঘর থেকে বের হতে দিতাম না। ওরা আমার স্বামীকে নির্দয়ের মতো কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুসহ সবাই পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে সানা মাঝিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’