হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বিরোধের জেরে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সানা মাঝি (৪০)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকাহাটি এলাকার প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাকাহাটি তালগাছতলা এলাকায় ‘ডাকাত ডাকাত’ বলে সানা মাঝিকে প্রতিপক্ষ বাবু মাঝির লোকজন পেটাতে থাকে। একপর্যায়ে সানা মাঝি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

সানা মাঝির ছোট ভাই আসাদ মাঝি বলেন, ‘আমার ভাই খুব গরিব মানুষ ছিলেন। বাড়িতে থাকার জায়গা না হওয়ায় তিনি দেড় বছর ধরে পাশের ডেকরাপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার স্বাধীন নামে বাবুদের এক আত্মীয় কাজের কথা বলে সানা মাঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে জানতে পারি সানাকে বাবু মাঝির বাড়িতে আটকে বাবু মাঝি, আলামিন, কাউসার, হীরণ, মুন্নাসহ অনেকেই নির্যাতন করে হত্যা করেন।’

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমার ৮ বছর ও ৪ বছর বয়সী দুটি মেয়ে এবং ৮ মাসের একটি ছেলে আছে। আমার স্বামীর প্রতি ওদের এত আক্রোশ জানলে আমি আমার স্বামীকে ঘর থেকে বের হতে দিতাম না। ওরা আমার স্বামীকে নির্দয়ের মতো কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুসহ সবাই পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে সানা মাঝিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন