হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ল ১৯ দোকান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শনিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীনগর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসসংলগ্ন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯টি দোকান। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসসংলগ্ন বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ও পাশের সিরাজদিখান থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৪টার দিকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল দলিল লেখার দোকান, মুদি দোকান, টি-স্টল, হোটেল, ভ্যারাইটিজ স্টোর ও ফটোকপির দোকান। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা ধ্বংস হয়ে গেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ