একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করা হয়নি। আবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী রায় ঘোষণা থেকে মামলা প্রত্যাহার করে নতুন করে সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা ছিল। কিন্তু আদালত নথি পর্যালোচনা করে দেখতে পারেন, এই মামলায় তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেওয়ার সময় আলামত যথাযথভাবে আদালতে উপস্থাপন করেননি। এ কারণে তিনি তদন্ত কর্মকর্তাকে আগামী ১৩ ডিসেম্বর মামলার আলামতসহ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে নির্দেশ দেন। এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। বিচার চলাকালে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
২০১৬ সালের ৬ নভেম্বর যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান এবং ফটো সাংবাদিক শাহীন আলম পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় একটি পলিথিন কারখানার ওপর সংবাদ প্রতিবেদন তৈরির সময় সন্ত্রাসী হামলার কবলে পড়েন। তাঁরা শাকিল ও শাহীনের গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন।
ওই ঘটনায় শাকিল বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। হামলাকারী সন্দেহে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। চকবাজার থানার পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা (আইও) মোরাদুল ইসলাম পরের বছর ৬ জুন ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাঁরা হলেন—শাওন হাওলাদার, আব্দুর রহিম, মো. অভি, মো. হাবিবুর রাহমান, আব্দুল জাব্বার, মো. জাকির হোসেন, জাহাঙ্গীর আলম ও ইলিয়াস হোসেন। ২০১৮ সালের ৪ জানুয়ারি আদালত জাহাঙ্গীর ও ইলিয়াসকে অব্যাহতি দিয়ে ৬ জনের নামে অভিযোগ গঠন করেন।