হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাব, ফার্মগেট, শান্তিনগরে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে এবং সব গণপরিবহনে হাফ পাস নিশ্চিতসহ ৯ দফা দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, শান্তিনগরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—নিহত শিক্ষার্থী নাঈমের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, ঢাকাসহ সারা দেশে সড়ক, নৌ, রেলপথসহ সর্বস্তরে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করা, জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপত্তাব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত, সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহনশ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন। 

এ ছাড়া পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ, প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকেই নেওয়া, বৈধ ও অবৈধ যানবাহনচালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় নিয়ে এসে বিআরটিএর সব কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা, ঢাকাসহ সারা দেশে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করাসহ ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করার দাবি জানান শিক্ষার্থীরা।

হাফ পাস আন্দোলনের সংগঠক ইনজামুল হক আজকের পত্রিকাকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে নাঈম হত্যার বিচারসহ ৯ দফা দাবি মানতে হবে। ৯ দফা না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন