হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিক নেতা হত্যা: পিবিআই কর্মকর্তা শামীমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহীর পুটিয়ার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় তদন্তের দায়িত্বে থাকা পিবিআই কর্মকর্তা শামীম আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর দেওয়া চার্জশিট বাতিল করেছেন আদালত। আর হত্যার ঘটনায় ৮ জনকে আসামি করে নুরুল ইসলামের মেয়ে নিগার সুলতানার এজাহার গ্রহণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া বিষয়টি তদন্ত করে চার্জশিট দিতে ১০ দিনের মধ্যে পিবিআইয়ের একজন যোগ্য ও মেধাবী কর্মকর্তাকে দায়িত্ব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 
 
হাইকোর্ট রায়ে বলেন, পিবিআইয়ের দেওয়া ওই তদন্ত প্রতিবেদনটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত। ওই চার্জশিট দেওয়া হয়েছিল আসামিদের রক্ষা করার জন্য। যা থাকলে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতেন। 

নিহত শ্রমিক নেতা নুরুল ইসলামের মেয়ে নিগার সুলতানার আইনজীবী মো. আবু বকর সিদ্দিক বলেন, তৎকালীন ওসি শাকিল আহমেদও কারসাজি করে আসামিদের রক্ষার চেষ্টা করেছিলেন। ২০১৯ সালে ওসি সাকিলের বিরুদ্ধে রিট দায়ের করেন নিগার সুলতানা। পরে পিবিআিইকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পিবিআইকে দায়িত্ব দেওয়ার পর যা হয়েছে তাতেও আদালত হতাশা ব্যক্ত করেছেন। 

 ২০১৯ সালের ১০ জুন নিখোঁজ হন পুঠিয়ার সড়ক ও পরিবহন মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। পরদিন একটি ইটভাটা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নির্বাচনের ফলকে কেন্দ্র করে তিনি হত্যার শিকার হন বলে অভিযোগ পরিবারের। পরবর্তীতে নিহতের মেয়ে নিগার সুলতানা আটজনের নাম উল্লেখ করে পুঠিয়া থানায় এজাহার দাখিল করেন। কিন্তু সেই এজাহার তৎকালীন ওসি সাকিল উদ্দিন আহমেদ ছিঁড়ে ফেলেন এবং সাদা কাগজে বাদীর স্বাক্ষর রেখে নিজেরাই একটি এজাহার লেখেন। যা পরে হাইকোর্টের নির্দেশে গঠিত বিচারিক অনুসন্ধান কমিটির তদন্তে বেরিয়ে আসে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট