হোম > সারা দেশ > ঢাকা

সুপারশপে দামি ডিম, বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন হওয়ার প্রমাণ দিতে পারছে না কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক ঢাকা

অরগানিক ডিম, ব্রাউন ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ডিম ও ওমেগা ৩ সমৃদ্ধ ডিম—এমন নানা নামে ব্র্যান্ডিং করা হয়। সাধারণ ডিমের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয় এগুলো। কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিক্রেতারা এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখা পারেনি। 

আজ বুধবার রাজধানীর এলাকার সুপারশপগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ঢাকা মহানগরীর বিভিন্ন সুপারশপ ও ডিম ডিস্ট্রিবিউশন সেন্টারে বিশেষ অভিযান চালানো হয়। 

অভিযানে রাজধানীর ফার্মগেট এলাকায় আগোরা এবং ধানমন্ডি ২৭ এলাকায় স্বপ্ন সুপারশপ ও মীনা বাজারে অরগানিক ডিম, ব্রাউন ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ডিম ও ওমেগা ৩ সমৃদ্ধ ডিমের টেস্ট রিপোর্ট দেখতে চাওয়া হয়। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তা দেখাতে ব্যর্থ হয়। আগামী দুই দিনের মধ্যে টেস্ট রিপোর্টসহ অধিদপ্তরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সাধারণ ডিমের চেয়ে এই সমস্ত ডিম বেশি দামে বিক্রি হয়ে আসছে। এসব ডিমের উৎস সম্পর্কে বিক্রেতাদের ধারণা নেই, নেই কোনো নথিপত্র। সুপারশপ কর্তৃপক্ষ রেনাটা লিমিটেড, প্যারাগনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিনে বিক্রয় করে থাকে। সুপার শপের দেওয়া তথ্য অনুযায়ী মিরপুর–৭ মিল্ক ভিটা রোডে অবস্থিত রেনেটা লিমিটেড এবং মহাখালীতে অবস্থিত প্যারাগনে গিয়ে তাদের কাছেও এসব বিশেষ ডিমের টেস্ট রিপোর্ট, কোনো কর্তৃপক্ষের সনদপত্র পাওয়া যায়নি। 

টেস্ট রিপোর্ট, সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী রোববার সকাল ১০টায় অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগোরা, স্বপ্ন, মীনা বাজার এবং ডিস্ট্রিবিউটর রেনাটা লিমিটেড ও প্যারাগন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু