হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কা, নারী পুলিশ সদস্য নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা-পুলিশ। 

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় একেএইচ গার্মেন্টসের কাছে আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পুলিশ সদস্যের নাম আফসানা আক্তার (২২)। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরায় কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার হবিনগর এলাকায়। তার স্বামীর নাম আব্দুল করিম খান। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা। 

পুলিশ জানায়, নিহত আফসানা তার বোনের বাসা ধামরাইয়ের কালামপুরে যাচ্ছিলেন। তার স্বামী আব্দুল করিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। বাসের ধাক্কায় দুজনই পড়ে গেলেও করিম খান হাতে অল্প আঘাত পেয়েছেন। 

সাভার থানাধীন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নারী এপিবিএন সদস্য। তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে হাইওয়ে থানা-পুলিশ। সঙ্গে তার স্বামীও ছিলেন। তাদের মোটরসাইকেলের পেছনে সেলফি পরিবহনের একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।’ 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক আছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।’

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২

ফুটপাত দখল, পথচারী রাস্তায়

হাদির ওপর হামলা: তীব্র নিন্দা ও বিচার দাবি রাজনৈতিক দলগুলোর