হোম > সারা দেশ > ঢাকা

বিআরটিএতে দুদকের অভিযান, আটক ৫

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় পাঁচ দালালকে আটক করা হয়। উত্তরার তুরাগের দিয়াবাড়ি বিআরটিএ কার্যালয়ে আজ সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আটক পাঁচ দালাল হলেন-সুমন (৩৩), মো. আলী (৩০), জাকির হোসেন (৩৪), সোহরাব হোসেন অনিক (২০) ও ফয়সাল হোসেন (২০)। বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তাঁদের তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

অভিযানে উপস্থিত কর্মকর্তারা বলেন, ‘বিআরটিএতে দালালির অভিযোগে এবং সেবা প্রার্থীদের হয়রানির অভিযোগে পাঁচজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁদের তুরাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল গফুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দিয়াবাড়ির বিআরটিএ অফিসে দালালির অভিযোগে পাঁচ দালালকে তিন মাস করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁদের সন্ধ্যার দিকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন