হোম > সারা দেশ > ঢাকা

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 

নিহতরা হলেন মেহেদী হাসান পারভেজ ও রাসেল শেখ। মেহেদী ‘ওয়াইপি আশুলিয়া’ নামের একটি ক্যাপ তৈরির কারখানায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহত রাসেল শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার রাইজকান্দী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুরের বাগবাড়ী এলাকায় থেকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

হাইওয়ে পুলিশ জানায়, আজ রোববার সকালে একটি মাইক্রোবাস উল্টো পথে ফুলবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। সাভারের পাকিজার সামনে পৌঁছালে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসটি ডান পাশের রোড ডিভাইডার ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়লে মেহেদী হাসান পারভেজ নিহত হন। এ সময় আরও দুজন আহত হলে তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। 

সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অন্যদিকে আজ রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রাসেল শেখ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।   

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থল ধামরাইয়ে যাওয়ার সময় জামগড়া এলাকায় কাভার্ড ভ্যান পেছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রাসেল শেখের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার