গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও শিশুপুত্রের মরদেহ উদ্ধারের দুই দিন পর মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নিহত রুবিনা আক্তারের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে এই মামলা করেন।
মামলার বাদী সিরাজ মিয়া বলেন, ‘গত ৩ জানুয়ারি থেকে আমার মেয়ে রুবিনা আক্তারকে খুঁজে পাচ্ছিলাম না। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়ে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় আমার মেয়ের বাড়ির মূল ফটকের তালা ভেঙে মেয়ে ও নাতির মরদেহ দেখতে পাই।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আসামিদের শনাক্ত করা যায়নি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড গ্রাম থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে।