হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে পৃথক মামলায় গ্রেপ্তার ৪

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচরে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে পৃথক দুই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এদিন বিকেলেই তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড়সংলগ্ন ইটের ভাটার পাশের একটি ভুট্টাখেত থেকে মিজান গাজী (২০) নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি। ভ্যান ছিনতাই করতেই তাঁকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় উপজেলার কেরানীহাট এলাকার নবী নূর ব্যাপারীর ছেলে আরিয়ান আহমেদ স্বাধীন (২৪) ও মামুন মিনার ছেলে আল আমিনকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মুন্সীকাদিরপুর এলাকার শামসুল হকের ছেলে মো. খোকন মিয়া, লতিফ ব্যাপারীকান্দি এলাকার জালাল উদ্দিন মাদবরের ছেলে জাকির মাদবর, কুতুবপুর এলাকার তোতা মুন্সীর ছেলে বাবুল মুন্সী এবং বাখরেরকান্দি এলাকার আকবর আলী ব্যাপারীর ছেলে মো. হানিফ ব্যাপারী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘সম্প্রতি হত্যাসহ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে হত্যা মামলার দুজনসহ অন্যান্য মামলার সাজাপ্রাপ্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু