ভরা পূর্ণিমা দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে (গ্লাস টাওয়ার) উঠেছিলেন এক যুবক। তবে বেশিক্ষণ পূর্ণিমা উপভোগ করার সুযোগ হয়নি তাঁর! খবর পেয়ে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে নামিয়ে আনে। এরপর সোজা নিয়ে যাওয়া হয়েছে থানায়। সেখানে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম মো. সুজন মিয়া। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারে ওঠেন তিনি। ১৫০ ফুট উচ্চতা ও ১৬ ফুট প্রস্থের টাওয়ারের প্রায় মাঝামাঝি পর্যন্ত ওঠেন তিনি। রাত সাড়ে ১০টার সময় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও শাহবাগ থানার পুলিশ।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমীন। তিনি বলেন, ‘সন্ধ্যার পরে তিনি গ্লাস টাওয়ারে ওঠেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করি। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’