হোম > সারা দেশ > ঢাকা

পূর্ণিমা দেখতে সোহরাওয়ার্দীর গ্লাস টাওয়ারে যুবক, নামিয়ে আনল পুলিশ-ফায়ার সার্ভিস

ঢাবি প্রতিনিধি

ভরা পূর্ণিমা দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে (গ্লাস টাওয়ার) উঠেছিলেন এক যুবক। তবে বেশিক্ষণ পূর্ণিমা উপভোগ করার সুযোগ হয়নি তাঁর! খবর পেয়ে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে নামিয়ে আনে। এরপর সোজা নিয়ে যাওয়া হয়েছে থানায়। সেখানে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম মো. সুজন মিয়া। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারে ওঠেন তিনি। ১৫০ ফুট উচ্চতা ও ১৬ ফুট প্রস্থের টাওয়ারের প্রায় মাঝামাঝি পর্যন্ত ওঠেন তিনি। রাত সাড়ে ১০টার সময় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও শাহবাগ থানার পুলিশ। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমীন। তিনি বলেন, ‘সন্ধ্যার পরে তিনি গ্লাস টাওয়ারে ওঠেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করি। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

এসআই আল আমীন আরও বলেন, ‘মানিকগঞ্জ সদরের মতলবপুরে তাঁর বাড়ি বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একজন মোটর মেকানিক হিসেবে পরিচয় দিয়েছেন।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১