হোম > সারা দেশ > ঢাকা

বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জেবুন্নেছা আফরোজ। ছবি: সংগৃহীত

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা আফরোজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীর বাসা থেকে তাঁকে আটক করা হয়।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল গভীর রাতে জেবুন্নেসা আফরোজকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।’

জেবুন্নেসা আফরোজ ছিলেন দশম জাতীয় সংসদের সদস্য। তাঁর স্বামী শওকত হোসেন হিরণ বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র ছিলেন। ২০১৪ সালের ৯ এপ্রিল হিরণের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেবুন্নেসা জয়লাভ করেন।

তাঁদের পারিবারিক ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘কী কারণে তাঁকে (জেবুন্নেসা আফরোজ) আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।’

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি