হোম > সারা দেশ > ঢাকা

বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জেবুন্নেছা আফরোজ। ছবি: সংগৃহীত

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা আফরোজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীর বাসা থেকে তাঁকে আটক করা হয়।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল গভীর রাতে জেবুন্নেসা আফরোজকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।’

জেবুন্নেসা আফরোজ ছিলেন দশম জাতীয় সংসদের সদস্য। তাঁর স্বামী শওকত হোসেন হিরণ বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র ছিলেন। ২০১৪ সালের ৯ এপ্রিল হিরণের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেবুন্নেসা জয়লাভ করেন।

তাঁদের পারিবারিক ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘কী কারণে তাঁকে (জেবুন্নেসা আফরোজ) আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ