হোম > সারা দেশ > ঢাকা

গণমাধ্যমে কথা বলতে আইন কর্মকর্তাদের লাগবে অ্যাটর্নি জেনারেলের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অফিশিয়াল বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সুপ্রিম কোর্টের আইন কর্মকর্তাদের মতপ্রকাশের ক্ষেত্রে এখন থেকে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হবে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে। ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিনের স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

ওই নির্দেশনায় বলা হয়েছে, এই অফিসের সব আইন কর্মকর্তাকে জানানো যাচ্ছে যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে অফিস-সংক্রান্ত কোনো বিষয়ে বক্তব্য প্রদানের পূর্বে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ ও পূর্ব অনুমতি সাপেক্ষে বক্তব্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া গত সোমবার সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে ড. ইউনূসের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়। তবে তিনি তাতে স্বাক্ষর না করার সিদ্ধান্তের কথা জানান। পরবর্তী সময় এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি এ রকম কোনো নির্দেশনা দেননি।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ