হোম > সারা দেশ > ঢাকা

গণমাধ্যমে কথা বলতে আইন কর্মকর্তাদের লাগবে অ্যাটর্নি জেনারেলের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অফিশিয়াল বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সুপ্রিম কোর্টের আইন কর্মকর্তাদের মতপ্রকাশের ক্ষেত্রে এখন থেকে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হবে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে। ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিনের স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

ওই নির্দেশনায় বলা হয়েছে, এই অফিসের সব আইন কর্মকর্তাকে জানানো যাচ্ছে যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে অফিস-সংক্রান্ত কোনো বিষয়ে বক্তব্য প্রদানের পূর্বে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ ও পূর্ব অনুমতি সাপেক্ষে বক্তব্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া গত সোমবার সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে ড. ইউনূসের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়। তবে তিনি তাতে স্বাক্ষর না করার সিদ্ধান্তের কথা জানান। পরবর্তী সময় এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি এ রকম কোনো নির্দেশনা দেননি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট