হোম > সারা দেশ > ঢাকা

‘সাহসী সাংবাদিকতার’ সম্মাননা পেলেন আজকের পত্রিকার দোহার প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে ঢাকার দোহার উপজেলায়। এ সময় মানবাধিকার সুরক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্ষেত্রে নয়জনকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

এতে সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখার জন্য সম্মাননা স্মারক পেয়েছেন দৈনিক আজকের পত্রিকার দোহার প্রতিনিধি শরীফ হাসান। 

আজ মঙ্গলবার বেলা একটায় মানবাধিকার কমিশনের ঢাকা জেলা দক্ষিণের আঞ্চলিক কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংস্থাটির ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি নাসিরুদ্দিন পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। 

পরে প্রতিবারের মতোই সমাজের বিভিন্ন পেশায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে মানবাধিকার সম্মাননা স্মারক দেওয়া হয়। 

অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা স্মারকপ্রাপ্তরা হলেন সমাজসেবায় মহিউদ্দীন মাদবর, আব্দুল মালেক দোহারী ও খোরশেদ আলম, মানবাধিকার সুরক্ষায় শেখ সোহেল রানা, সাইদুল ইসলাম, নাজমা বেগম ও রাশেদ খন্দকার এই সম্মাননা স্মারক পান। 

এ ছাড়া সফল মাদক অভিযান ও উদ্ধারকাজে বিশেষ ভূমিকা রাখায় দোহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নান্টু কৃষ্ণ মজুমদারকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

সভার সভাপতিত্ব করেন এ শাখার নির্বাহী সভাপতি হাফেজ কারী আব্দুল ওহাব দোহারী, বিশেষ অতিথি ছিলেন যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক আজাহারুল হক। সভা পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক হাজি নাছির উদ্দিন পল্লব। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ ইন্তাজি, মহিউদ্দীন মাদবর, আব্দুল মালেক দোহারী, মাহবুবুল আলম ফারুক, যুগ্ম সম্পাদক সেখ সোহেল রানা, সাইদুল ইসলাম, সামছুল হক, রফিকুল ইসলাম, মাঠ পরিদর্শক রাশেদ খন্দকার, মেহবুব হাসান কুতুব, তুষার, আজগর, মোশাররফ, মহিলা কর্মী নাজমা বেগম, সাবিনা জাছরিন, রুবিনা, রুশনাসহ প্রমুখ। 

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন