ঢাকার দোহার উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে কে এম আরিফ (৩৫) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-দোহার আঞ্চলিক সড়ক এ দুর্ঘটনায় ঘটে।
নিহত আরিফ নেত্রকোনা সদরের মুনায় আকবর খানের ছেলে। তিনি শক্তি ফাউন্ডেশনের ইউসুফপুর শাখার এসএমই অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, আজ সকালে দোহার বাজার এলাকা থেকে জয়পাড়া যাওয়ার পথে দোহার ফায়ার সার্ভিসের অফিসের সামনে আসলে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দোহার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দোহার থানার উপপরিদর্শক (এসআই) মো. হাচান জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্যরা আসলে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।