হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, মৃত ইউসুফ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামের আনসার আলীর ছেলে। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি বাসায় ভাড়া থাকতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলী জানান, রাতে বিমানবন্দর ফুট ওভারব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কোনো যানবাহন পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ওই গাড়ির নিচেই পৃষ্ট হন তিনি। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

এসআই আরও জানান, এ ঘটনায় গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে একাই ছিলেন। 

এদিকে নিহতের বন্ধু শাহিনুর ইসলাম শাহিন জানান, ইউসুফ রাজধানীর একটি কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছেন। বর্তমানে অনার্সে ভর্তির চেষ্টায় ছিলেন। তাঁর পরিবারের সবাই গ্রামে থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে।

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ