হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কে বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে সড়কের আনালিয়া বাড়ি ও হাতিয়া এলাকায় যানবাহন বিকল হওয়া এবং গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে যাত্রী ও চালকেরা। গরু নিয়ে বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা। 

সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া গরু ব্যবসায়ী বাবু বলেন, ‘রাত ৩টায় রওনা দিয়েছি। এখন পর্যন্ত গন্তব্যে যেতে পারলাম না। গরু বিক্রি করতে না পারলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে।’ 

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, ‘দিনাজপুর থেকে গতকাল দুপুরের পর রওনা দিয়েছি। কড্ডার মোড় থেকে যানজটে পড়েছি। গরমে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের হাতিয়া ও আনালিয়া বাড়ি এলাকায় গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। গাড়ি সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে।’ যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু