হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে শ্বশুরবাড়ির কাঁঠালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মো. আকিবুল হাসান নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর কাঁঠালবাগান থেকে মরদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানার পুলিশ। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. আকিবুল হাসান (৩২) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাতার গ্রামের জাফর শেখের ছেলে। তিনি বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শিরিনার স্বামী। কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে থাকতেন আকিবুল। 


নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, ‘গতকাল রাত ১২টার পর কোনো এক সময় আমার স্বামী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের কাঁঠালবাগানে গিয়ে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। গত রাতে ঋণের টাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়। এ জন্য আমার স্বামী আত্মহত্যা করছে বলে আমার ধারণা। আজ ভোরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক হেলান উদ্দিন বলেন, ঋণগ্রস্ত হয়ে পারিবারিক চাপে ছিলেন নিহত ব্যক্তি। নিহতের স্বজনেরা জানিয়েছেন, ঋণের চাপে সব সময় অশান্তি করতেন। এ নিয়ে সব সময় পারিবারিক সমস্যা হতো।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১