রাজধানীর হাতিরঝিল থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা-পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিলের লেকের পানি থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইমসিন ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে হাতের আঙুলের ছাপের মাধ্যমে ওই যুবকের নাম নিশ্চিত হয়েছে। তাঁর নাম রবিন (৩০)। বাড়ি কুমিল্লা জেলার চন্দিনায়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান বলেন, ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, লেকের পনিতে ডুবে মারা গেছে ওই যুবক। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওই যুবকের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।