হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টস শ্রমিকের বেতনে ১৫ দিনের বেশি সংসার চলে না: মেনন

সাভার (ঢাকা) প্রতিনিধি

মালিক-শ্রমিকের ঐক্যের কথা মধুর শোনালেও এটা কার্যকর নয়। কারণ মালিক শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। 

মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

রাশেদ খান মেনন বলেন, ‘আজ যদি বাংলাদেশের শ্রমিককে বাঁচাতে হয় তাহলে তাদের ২৩ থেকে ২৪ হাজার টাকা মজুরি হতে হবে। একজন গার্মেন্টস শ্রমিক তার বেতন দিয়ে ১৫ দিনের বেশি সংসার চালাতে পারেন না। বাড়ি ভাড়া, মুদি দোকানের বাকি, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, চিকিৎসার ওষুধ এসবের খরচ মেটাতে শ্রমিক হিমশিম খায়। নতুন করে মজুরি বোর্ড গঠন করতে হবে।’ 

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘আজকে বিভিন্ন পত্রিকায় মে দিবস উপলক্ষে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২১ সালে দুজন শ্রমিক মিলে একটি পরিবারে আয় হয় ২০ থেকে ২১ হাজার টাকা। কিন্তু তাদের সংসারের খরচ মেটাতে ব্যয় হয় ২৪ হাজার টাকা। বাকি তিন হাজার টাকার জন্য তাদের ঋণের ফাঁদে পড়তে হচ্ছে। চক্রবৃদ্ধি হারে তাকে সেই ঋণ নিতে হয়।’ 

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে মে দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট