হোম > সারা দেশ > ঢাকা

চাঁদা আদায় ও চালকদের মারধরের অভিযোগে অটোরিকশার চালকদের ধর্মঘট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর পোস্তগোলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় চাঁদা আদায় ও চালকদের মারধরের অভিযোগে কেরানীগঞ্জে ধর্মঘট পালন করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় ধর্মঘট পালন করেন কেরানীগঞ্জ থেকে পোস্তগোলাগামী অটোরিকশার চালকেরা। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। 

ওই রুটে চলাচলকারী অটোরিকশার চালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সিটি করপোরেশনের ইজারাদার পরিচয় দিয়ে আরিফের লোকজন ১০ টাকার স্লিপ দিয়ে ৪০ টাকা নিচ্ছে। এমনকি তাদের চাহিদামতো টাকা দিতে না পারলে আমাদের মারধর করে। তাদের অস্ত্রধারী বাহিনী রয়েছে।’ 

অটোরিকশার চালকেরা অভিযোগ করে বলেন, পোস্তগোলা এলাকায় অটোরিকশা নিয়ে গেলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ টাকার একটি স্লিপ দিয়ে ৪০ টাকা আদায় করছে একটি চক্র। তাদের চাহিদামতো টাকা না দিলেই চালকদের মারধর করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার মো. আরিফ বলেন, ‘আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এই স্ট্যান্ড ইজারা নিয়েছি। ইজারার শর্ত অনুযায়ী প্রতি ট্রিপে ১০ টাকা নেওয়ার কথা ছিল। এদিকে একজন অটোরিকশার চালক দিনে ২০টির বেশি ট্রিপ দেন। ফলে তাঁদের ১০ টাকা হারে ধরলে ২০০ টাকারও বেশি হয়। যা অটোরিকশার চালকদের জন্য বোঝা হয়ে যায়। তাই অটোরিকশার মালিক ও চালকদের সঙ্গে বসে দিনে ৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। 

চালকদের মারধরের বিষয়ে আরিফ বলেন, এ বিষয়ে ব্যবস্থা দেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড কমিশনার হাজি মো. মাসুদ বলেন, ‘ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অটোরিকশার চালকদের সঙ্গে কথা বলেছি। ইজারাদার কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি রয়েছে। বিষয়টি নিয়ে মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনা করব। আশা করি, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘অটোরিকশার চালকদের দাবির বিষয়টি ডিএমপি এলাকার। এখানে আমাদের কিছু করার নেই। তবে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে আমরা সহযোগিতা করছি।’ 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ