চরামাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ১ জুলাই কমিটি ঘোষণার ছয় মাসের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এর আগে গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।