সারা দেশের ন্যায় রাজধানীতে আজ রোববার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। খিলগাঁও মডেল হাইস্কুলের তিন নম্বর কেন্দ্রে মোট ভোটার ২৭৫৬ জন। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রিসাইডিং কর্মকর্তা সামিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। তবে ভোটার আসা শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত ৫২ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৫৬ জন।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮। নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।