হোম > সারা দেশ > ঢাকা

ভোটের স্বচ্ছতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি সিইসির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোটের স্বচ্ছতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। 

সিইসি সাংবাদিকদের বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে অনাস্থা কেটে যাক, সেটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনের কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে এল, কে এল না, তা দেখার নয়। সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’ এ সময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের প্রতি। 

এর আগে গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মিট দ্য প্রেসে সিইসিকে জিজ্ঞেস করা হয়, কত শতাংশ ভোট পড়লে নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে? জবাবে সিইসি বলেন, ‘এটি বলা কঠিন। কত ভোট পড়লে আমি খুশি হব—এ বিষয়ে এখন কথা বলা কঠিন। তবে ২ শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে।’ 

সিইসি আরও বলেন, ‘কত শতাংশ পড়লে একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। গ্রহণযোগ্যতার কোনো সুস্পষ্ট মানদণ্ড নেই। কেউ বলবেন গ্রহণযোগ্য হয়েছে, কেউ বলবেন হয়নি। আপনারা দৃশ্যমান করে তোলার চেষ্টা করবেন। এতে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে। গণমাধ্যমে প্রকৃত চিত্র উঠে এলেই মানুষ প্রকৃত চিত্র বুঝতে পারবে।’ 

অন্য এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখের বেশি সদস্য ভোট গ্রহণের সময় ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত আছেন। বড় দল ভোটবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। শান্তিপূর্ণ হলে আমরা কিছু মনে করব না। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বলবে, সেটা অপরাধ। এটাই আমাদের চ্যালেঞ্জ।’

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই